২ জাপানি পর্যটকের সব ছিনতাই করে প্রমোদভ্রমণে ছিনতাইকারী

২ জাপানি নাগরিককে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৩ তরুণ। ছবি: সংগৃহীত

রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিদর্শনে যাওয়া ২ জাপানি নাগরিকের মালামাল ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছিনতাইয়ের শিকার ২ জাপানির একজন ইতোমধ্যে জাপান ফিরে গেছেন। অপরজনের আজ রাতে ফেরার কথা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—খায়রুল ইসলাম স্বপন, জিহাদুল ইসলাম মামুন ও আবু রাসেল।

গত সোমবার রাতে ছিনতাইয়ের পর মামুন ও রাসেল কক্সবাজার ঘুরতে চলে যান বলে পুলিশ জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্বপনকে ঢাকার মোহাম্মদপুর ও অপর ২ জনকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক জানান, ২ জাপানি নাগরিক গত ২১ এপ্রিল বাংলাদেশে আসেন। ২৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে তারা রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ও সংলগ্ন কবরস্থানে ঘুরতে যান।

সেখানে ৩ যুবক তাদের পথ ভুলিয়ে কবরস্থানের ভেতরের দিকে নিয়ে যায় এবং একপর্যায়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে পাসপোর্ট, প্রায় দেড় লাখ জাপানি ইয়েন, ২৮ হাজার বাংলাদেশি টাকা, ২টি ক্রেডিট কার্ড, ২টি আইফোনসহ আরও কিছু জিনিসপত্র ছিনিয়ে নেয়।

পরে জাপানি নাগরিকরা হোটেলে চলে যান এবং হোটেল ম্যানেজারকে বিষয়টি জানান। পরে তারা মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার জিহাদুল ইসলাম মামুন ও আবু রাসেল ছিনতাই করা ৯০ হাজার ইয়েন ও অন্যান্য মালামালসহ কক্সবাজারে ঘুরতে চলে যান। সেখানে তারা কিছু ইয়েন ভাঙিয়ে খরচ করেন।

কক্সবাজার ভ্রমণ শেষে তারা চট্টগ্রামের সীতাকুণ্ড পৌঁছালে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান চলমান আছে বলে পুলিশ জানিয়েছে।

Comments

The Daily Star  | English
crimes against journalists

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

17h ago