রুমায় সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলি

বান্দরবানের রুমা উপজেলায় একটি পাহাড়ি পড়া। ছবি: স্টার

বান্দরবানের রুমায় সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কু‌কি‌ চিন ন‌্যাশনাল ফ্রন্ট ও ইউপিডিএফ গণতা‌ন্ত্রিকের মধ্যে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ ভোরে মুয়ালপি পড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই ঘটনায় আতঙ্কে আছেন পাহাড়ের লোকজন।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় জনপ্রতিনিধি জানান, বেশ কয়েকদিন ধরে রুমায় মুয়ালপি পাড়া, ছাং ডালা পাড়ার বাসিন্দাদের ওপর নির্যাতন চালাচ্ছিল কুকি-চিন সন্ত্রাসীরা। আজ ভোর থেকে সেখানে গোলাগুলি চলে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, গোলাগুলি সম্পর্কে স্থানীয়দের কাছে শুনেছি। স্থানীয়রা জানান ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুয়ালপি পাড়া ও ছাং ডালা মারমা পাড়ার আশেপাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। কু‌কি‌ চিন ন‌্যাশনাল ফ্রন্ট ও ইউপিডিএফ গণতা‌ন্ত্রিক এই দুই দলের মধ্যে গোলাগুলি ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

39m ago