চাঁদাবাজির মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি কারাগারে
চাঁদাবাজির মামলায় শরীয়তপুরে ডামুড্যা উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদারকে গ্রেপ্তার করেছে ডামুড্যা থানা পুলিশ।
বুধবার দুপুরে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'কালাম চৌকিদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদাবাজির অভিযোগ আসছিল। কিন্তু কোনো প্রমাণ না থাকায় আমরা তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করতে পারিনি। তবে বুধবার সকালে জুলফিকার আলী নামের এক ব্যক্তি ডামুড্যা থানায় কালাম চৌকিদারের বিরুদ্ধে চাঁদাবাজি এবং তার ছেলের সিএনজির আটক করে রাখার অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, তার ছেলে শরীয়তপুরে চালানোর জন্য একটি সিএনজি কিনেছেন। যদি এই সিএনজি চালাতে হয় তাহলে কালাম চৌকিদারকে ৫০ হাজার টাকা দিতে হবে। যদি না দেন, তাহলে সিএনজি চালাতে পারবেন না।'
ওসি আরও বলেন, 'অভিযোগকারী টাকা দিতে রাজি না হলে কালাম চৌকিদার অভিযোগকারীর ছেলের সিএনজি আটকে রাখেন। সিএনজি ডামুড্যা থানা পুলিশ উদ্ধার করেছে। ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। পরে দুপুরেই তাকে আটক করার পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'
Comments