ফায়ার সদর দপ্তরে হামলা: গ্রেপ্তার ৩ জনের ১ দিনের রিমান্ড

বঙ্গবাজারে আগুন নেভানোর কাজ করছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আনিসুর রহমান/স্টার

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ৩ জনের ১ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের ১ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে হামলায় ২ পুলিশ সদস্য আহত হওয়ায় বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) ইসরাফিল হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় ২৫০-৩০০ জনকে অজ্ঞাত উল্লেখ করে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের ১ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

2h ago