চাঁদপুরে বিএনপি নেতাকে আটক করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মাজহারুল ইসলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশকে নিয়ে কটূক্তির অভিযোগে চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে আটকের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন জানান, সোমবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মাজহারুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় যুবলীগ কর্মী খাদেমুল ইসলাম এই মামলার বাদী।

হাইমচর থানা পুলিশ জানায়, মাজহারুল ইসলাম বিভিন্ন সময় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশকে কটাক্ষ করে পোস্ট দেন। বিষয়টি পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নজরে আসে। আওয়ামী লীগ নেতারা এ ব্যাপারে একাধিকবার অভিযোগ করেছেন।

ওসি আশরাফ উদ্দিন আরও বলেন, আমরা তাকে প্রথমে আটক করি। অভিযোগের সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী বলেন, বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে কটাক্ষ করে অপপ্রচার চালাচ্ছিলেন। আমরা এ ব্যাপারে পুলিশকে অভিযোগ করেছি।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, মাজহারুল ইসলাম পুলিশের কার্যক্রম নিয়েও ফেসবুকে বিভিন্ন সময় কটাক্ষ করে পোস্ট দেন। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল।

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, মাজহারুল ইসলাম প্রধানমন্ত্রীকে অবমাননার জন্য কিছু করেননি। যেটা সঠিক, তিনি সেটাই তুলে ধরেছেন।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

15h ago