আরাভ সম্পর্কে যা জানি সবই ডিবিকে জানিয়েছি: হিরো আলম

ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে হিরো আলম। ছবি: সংগৃহীত

আশরাফুল আলম ওরফে হিরো আলম আজ শনিবার বলেছেন, তিনি আরাভ খান সম্পর্কে যা জানেন তার সবকিছুই পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) জানিয়েছেন।

দুবাইয়ের আরাভ জুয়েলার্সের মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম বাংলাদেশ পুলিশের পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি।

রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, 'আমি আরাভ সম্পর্কে যা জানি সবই পুলিশকে জানিয়েছি। আমাকে কীভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল, কারা সেখানে ছিল, সেখানে কী হয়েছিল বলেছি।'

তিনি আরও বলেন, 'যদি কখনও তদন্তের জন্য ডাকা হয়, তহালে আমি আবার এসে পুরো বিষয়টি নিয়ে পুলিশকে সহায়তা করব।'

হিরো আলম প্রথমে একটি ব্যক্তিগত অভিযোগের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয়ে যান। এ সময় তিনি ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে দেখা করেন এবং আরাভ খান বিষয়েও আলোচনা করেন।

কোন অভিযোগের বিষয় নিয়ে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন সেটিও পরে গণমাধ্যমকে জানান হিরো আলম।

তিনি বলেন, 'কেউ আমার ইউটিউব চ্যানেল হ্যাক করার চেষ্টা করছিল। আমি সন্দেহভাজন হ্যাকারদের নামসহ অভিযোগ করব। ডিবি পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।'

ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে দুবাইয়ে আরভ জুয়েলার্সের উদ্বোধনে অংশ নিয়েছিলেন হিরো আলম।

২০১৯ সালের ১১ এপ্রিল পুলিশ মামুন হত্যা মামলায় আরাভ ওরফে রবিউল এবং আরও ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ডিবি।

সম্প্রতি রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

3h ago