জাহাঙ্গীরের মেয়র পদের বিষয়ে হাইকোর্টের রায় ৪ এপ্রিল
মোহাম্মদ জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র পদ ফিরে পাবেন কি না তা জানা যাবে আগামী ৪ এপ্রিল।
আজ বৃহস্পতিবার হাইকোর্ট রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ৪ এপ্রিল নির্ধারণ করেছে।
বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ জাহাঙ্গীর আলমকে জিসিসির মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের সরকারি পদক্ষেপের বৈধতার বিষয়ে রুলের ওপর রায় ঘোষণার দিন ধার্য ছিল।
তবে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম আর চৌধুরী এই নিয়মের বিরোধিতা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষে হলফনামা দাখিলের জন্য আদালতের কাছে সময় চাওয়ার পর বেঞ্চ তারিখ পিছিয়ে দেয়।
গত বছরের ২৩ আগস্ট জাহাঙ্গীর আলমকে জিসিসি মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
স্থগিতাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধে বীর শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে ২০২১ সালের ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
Comments