কুমিল্লায় ১০০ বোতল ফেনসিডিলসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লায় ১০০ বোতল ফেনসিডিলসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইমতিয়াজ হাবিব সিনহা কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। 

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকা থেকে কুমিল্লা কোতোয়ালি থানাধীন ছত্রখীল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

ফাঁড়ির উপপরিদর্শক ইয়ামিন সুমন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসময় ইমতিয়াজের ব্যবহৃত প্রাইভেটকারসহ আরও ১ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

উপপরিদর্শক ইয়ামিন সুমন আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জালুয়া পাড়া এলাকায় গোমতীর পাড়ে ভারত সীমান্ত থেকে আসার সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

অপরজন হলেন-কুমিল্লায় নগরীর উত্তর শাসনগাছা এলাকার মাজিদুল হক।

দুজনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে। 

যুবলীগ নেতা গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান শাহীন ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত জানাব।'

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago