বাসা থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মামাতো ভাই পলাতক
সিলেট নগরীর খুলিয়াটুলা এলাকায় নিজ বাসা থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গলায় গভীর ক্ষত দেখে প্রাথমিকভাবে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সোনিয়া বেগম (২০) সিলেটের জকিগঞ্জ উপজেলার বিল্লাল আহমেদের মেয়ে ও দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের শিক্ষার্থী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোনিয়ার বাবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় আজ ভোরে পরিবারের সদস্যরা তাকে ও তার মামাতো ভাই সজিব আহমেদকে বাসায় রেখে হাসপাতালে যান। দুপুর ১২টার দিকে সোনিয়ার ভাবী বাসায় ফিরে সোনিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার পর থেকে সজিব পলাতক।
পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, বাসা থেকে রক্তাক্ত জামা উদ্ধারকরা হয়েছে। প্রাথমিকভাবে সজিবকে মূল সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ। তাকে গ্রেপ্তার করতে পারলে বিস্তারিত জানা যাবে।
এই ঘটনায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
Comments