পুলিশ পরিচয়ে কিশোরীকে ধর্ষণ, ভয় দেখিয়ে পরিবারের কাছে চাঁদা আদায়
পুলিশ অফিসার পরিচয় দিয় এক কিশোরীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
ওই ঘটনায় আসামি রুবেল হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে গত বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠিয়েছেন যশোরের একটি আদালত।
যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার রেশমা শারমিন জানান, বৃহস্পতিবার ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার নথিতে বলা হয়েছে, রুবেল প্রথমে ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এরপর তিনি তাকে ধর্ষণ করেন এবং তা রেকর্ড করেন। পরবর্তীতে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রুবেল সেই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন।
একপর্যায়ে মেয়েটি রুবেলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর রুবেল ভিডিওটি তার বাবার কাছে পাঠিয়ে পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা নেন।
প্রতিকার পেতে সেই কিশোরীর বাবা বিষয়টি পুলিশকে জানান।
পুলিশ সুপার রেশমা শারমিন জানান, রুবেলকে গ্রেপ্তারের পর কিশোরীর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন।
Comments