‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহত: ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা খারিজ
পুলিশ হেফাজতে 'বন্দুকযুদ্ধে' ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনির মৃত্যুর ঘটনায় তার বাবার করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ১৫ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছিল।
আজ সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন সেশন জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান মামলাটি খারিজ করেন।
ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়ার পর্যাপ্ত কারণ না পেয়ে আদালত মামলা খারিজ করেছেন।
জনি ছাত্রদল খিলগাঁও থানা ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, ২০১৫ সালের ২০ জানুয়ারি ঢাকার খিলগাঁও এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এর আগে জনিকে গ্রেপ্তার করা হয়েছিল।
ওই ঘটনায় আজ সোমবার জনির বাবা মো. ইয়াকুব নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর ১৫(২) ধারায় মামলা করার পর বিচারক আসাদুজ্জামান বাদীর অভিযোগ রেকর্ড করেন।
Comments