মোটরসাইকেলের সিটের নিচে ছিল ২ কেজি সোনা

জব্দ করা সোনার বার। ছবি: সংগৃহীত

ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা শহরতলীর বাঁকাল ব্রিজের মোড় থেকে পুলিশ ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বারসহ ১ জনকে আটক করেছে।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

আটক মিঠু সরদার (২৩) সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকার শওকাত আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা আজ দুপুর ১টার দিকে বাঁকাল ব্রিজ এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণের মধ্যে ডিসি ইকো পার্কের দিক থেকে মোটরসাইকেলে চালিয়ে মিঠু সরদার সাতক্ষীরা-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিকে আসতে থাকেন। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে থামনো হয়। পরে তার মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় হলুদ রঙের টেপ দিয়ে পেঁচানো ১৮টি সোনার বার পাওয়া যায়।

ওসি বলেন, 'জিজ্ঞাসাবাদে মিঠু সরদার স্বীকার করেছেন যে এই সোনা তিনি ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন।'

এ ঘটনায় মিঠু সরদারকে আসামি করে সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক মো. শাহজালাল একটি মামলা করেছেন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

JnU students, teachers call off protest after assurances

All the activities of the university will resume from tomorrow

3h ago