শিশুসন্তানকে হত্যার অভিযোগে বাবা আটক

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর কাফরুলে ২২ মাসের এক শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী কাফরুলের ইব্রাহীমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে শিশুটিকে তুলে আছাড় দেন রিকশাচালক বায়েজিদ।

কাফরুল থানার সাব ইন্সপেক্টর মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। সেসময় তাদের শিশুসন্তান রায়হান তাদের সঙ্গেই ছিল। এক পর্যায়ে শিশুটিকে তুলে আছাড় দেন বায়েজিদ। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।'

পুলিশ জানায়, মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত বায়েজিদকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

22m ago