স্বর্ণ চোরাচালানের দায়ে ইউএস বাংলার সাবেক কেবিন ক্রুর কারাদণ্ড

arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

স্বর্ণ চোরাচালানের অভিযোগে করা মামলায় ইউএস বাংলা এয়ারলাইনসের সাবেক এক কেবিন ক্রুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

সাজাপ্রাপ্ত রোকেয়া শেখ মৌসুমীর উপস্থিতিতে আজ সোমবার ঢাকার ১ নম্বর অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ আদালতের বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ আদেশ দেন।

এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে, অমান্য করলে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।

মামলার বিবরণীতে বলা হয়, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর সকালে মাস্কাট থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দর পুলিশ মৌসুমীকে আটক করে। পুলিশ তার কাছ থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ করে।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়। তদন্তের পর, পুলিশ ২০২০ সালের ১২ জানুয়ারি মৌসুমীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে তাদের বিচার শুরু হয়।

তবে এ মামলার অপর আসামি সোহেল খান, আসাদুজ্জামান প্রকাশ ওরফে বাপ্পি ও ফরিদ হোসেন জনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায়, তাদের বেকসুর খালাস দেন বিচারক।

এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে এবং আদালত অভিযোগকারীসহ প্রসিকিউশনের ৬ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago