ঢাকায় কোকেনসহ আটক পেরুর নাগরিকের যাবজ্জীবন

arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

দুই কেজি ৩০০ গ্রাম কোকেন বহনের অভিযোগে পেরুর এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।

কোকেন জব্দের ঘটনায় ২০১৫ সালের সেপ্টেম্বরে পেরুর নাগরিক জেইম বারডালেস গোমেজ (৫২) ও অপর ২ বাংলাদেশির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছিল।  

তবে ২ বাংলাদেশি আবদুস সালাম ও মো. সালাহউদ্দিনর বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

রায়ে বিচারক বলেছেন, আসামি গোমেজ কারা হেফাজতে যে মেয়াদে সাজা ভোগ করেছেন, তা সাজা থেকে বাদ দেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ২ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ বারডেলেস গোমেজকে আটক করে কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক গোমেজ সেদিন সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান।

তার একটি লাগেজের ভেতরে পলিথিনে প্যাঁচানো 'কোকেন' স্ক্যানিং মেশিনে ধরা পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারডেলেস বলেছিলেন, ওই 'কোকেন' তার ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পথ পরিবর্তন করে তিনি বাংলাদেশে এসেছেন।

বিষয়টি তদন্তের পর একই বছরের ১৫ ডিসেম্বর বারডেলেস গোমেজসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এবং ২০১৬ সালের ৭ এপ্রিল ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

18m ago