ফেনী

কারখানা পরিদর্শনের সময় কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা, গ্রেপ্তার এক

পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফেনীতে কারখানা পরিদর্শনে গিয়ে হামলা ও মারধরে আহত হয়েছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ডেপুটি কমিশনারসহ ৬ জন।

খবর পেয়ে ফেনী থানা পুলিশ তাদের উদ্ধার করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে।

এ ঘটনায় বুধবার রাতে ফেনী সদর মডেল থানায় দুই জনের নাম উল্লেখসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার মো. বাবুল ইকবালের নেতৃত্ব রাজস্ব কর্মকর্তা মো. শাহনুর আলম, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ফজলে আজম, উপপরিদর্শক মো. রুবেল মিয়া, আবুল কাশেম ও তাদের গাড়িচালক মো. সাহাব উদ্দিন ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ফেনী-কুমিল্লা সড়কের জেলা তথ্য অফিসের বিপরীতে অবস্থিত আমিন ব্রাদার্স অ্যালোমুনিয়াম ফ্যাক্টরি পরিদর্শনে যান। 

মামলার এজাহারে বলা হয়েছে, এ সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তারা তাদের পরিচয় দেন এবং যথা নিয়মে গত মাসের ভ্যাটের চালান, দাখিলপত্র ও ক্রয়-বিক্রয়ের রেজিস্ট্রার দেখাতে বলেন। তখন তারা কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানায়। তাদের অনুরোধ করা হলে তারা ক্ষিপ্ত হয়ে কারখানার শ্রমিকসহ ১৫-২০ জন জড়ো হয়ে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্চিত করে। এ সময় তাদের গাড়ির ওপর আঘাত ও চাকার বাতাস ছেড়ে দিয়ে গাড়িটা বিকল করে দেওয়া হয়। বাধ্য হয়ে কাস্টমস কর্মকর্তারা বিষয়টি ফেনী মডেল থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তাদের উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই কারখানার মালিক মো. বেলাল হোসেনের ভাই মো. ইমাম হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। মামলায় ফেনী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ফজলে আজম বাদী হয়ে ইমাম হোসেন ও বেলাল হোসেন নামে দুই ভাইয়ের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাত পরিচয় হিসেবে আসামি করা হয়েছে। 

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, গত বুধবার সন্ধ্যায় ফেনী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা, মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাতেই একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English
Yunus welcomes UN report on July uprising

‘Otherwise, people will not forgive us’

In an interview in Dubai, Chief Adviser Prof Yunus vows to bring Hasina regime leaders to justice

9h ago