পরীমনির বিরুদ্ধে মাদক মামলা ৬ মাস পরিচালনা না করার আদেশ

পরীমনি বিরুদ্ধে মাদক মামলা
পরীমনি। ফাইল ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি বিরুদ্ধে মাদক মামলার কার্যক্রম ৬ মাস পরিচালনা না করার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সোমবার আপিল বিভাগ পরীমনির বিরুদ্ধে মাদক মামলার সঙ্গে সংশ্লিষ্ট আদালতকে এই আদেশ দেন।

এ ছাড়াও, গত বছরের ১ মার্চ 'মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না' সংক্রান্ত রুল এই ৬ মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির আদেশও দিয়েছেন আপিল বিভাগ।

যদি হাইকোর্ট এই ৬ মাসের মধ্যে সেই রুল নিষ্পত্তি করতে না পারেন তাহলে মামলার কার্যক্রম আবার শুরু হবে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে ৩ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন: বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।

Comments

The Daily Star  | English

Rohingya influx hits 1.5 lakh in 18 months

Bangladesh has received nearly 150,000 Rohingyas over the past 18 months, marking the largest influx since 2017, according to the United Nations High Commissioner for Refugees (UNHCR).

29m ago