হাতিরঝিলে বাণিজ্যিক স্থাপনা সরানোর স্থিতাবস্থা সুপ্রিম কোর্টে বহাল

supreme-court_0_1.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্প থেকে ব্যবসায়িক কাঠামো উচ্ছেদের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) আপিল করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

আজ সোমবার সুপ্রিম কোর্ট এই অনুমতি দেয়।

গত ৭ নভেম্বর রাজধানীর হাতিরঝিলকে জাতীয় সম্পত্তি ঘোষণাসহ কয়েক দফা নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ।

হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে রাজউকের করা লিভ-টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরশেদ দ্য ডেইলি স্টারকে বলেন, সুপ্রিম কোর্টের আদেশের পর পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত হাতিরঝিল প্রকল্প থেকে কোনো অবকাঠামো উচ্ছেদ করা যাবে না।

হাতিরঝিলে নির্মাণকাজের বিষয়ে চ্যালেঞ্জ করে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৩০ জুন হাইকোর্ট এই বিষয়ে একটি রায় দেয়। 

গত বছরের ২৪ মে হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পকে 'পাবলিক ট্রাস্ট সম্পত্তি' ঘোষণা করে রায়ের পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করে হাইকোর্ট।

৫৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আদালত ৬০ দিনের মধ্যে প্রকল্পে সব ধরনের বাণিজ্যিক কাঠামো উচ্ছেদ করতে সরকারকে নির্দেশ দেয়।

 

 

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago