দুর্নীতি মামলায় সেলিম খানের অন্তর্বর্তীকালীন জামিন

জ্ঞাত আয়ের বাইরে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে করা মামলায় চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
সেলিম খান। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়ের বাইরে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে করা মামলায় চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান তার জামিন মঞ্জুর করেন।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত সেলিম খানের জামিনের মেয়াদ বহাল থাকবে বলে আদেশে জানান আদালত। এছাড়া, জামিনের সময় তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।

এর আগে, গত বছরের ১২ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওই মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান একই আদালত।

গত বছরের ১৪ সেপ্টেম্বর দুর্নীতি মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা সেলিম খানকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

পরে ১৮ সেপ্টেম্বর হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।

আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ ২০ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করেন এবং সেলিম খানকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৬৬ কোটি ৯৯ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে এ মামলা করেছিল দুদক।

 

Comments