দুর্নীতি মামলায় সেলিম খানের আগাম জামিন সুপ্রিম কোর্টে স্থগিত
দুর্নীতির মামলায় চাঁদপুরের আলোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম খানের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম এনায়েতুর রহিম এ মামলায় সেলিম খানকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
গতকাল রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্টের জামিন আদেশ চ্যালেঞ্জ করে একটি আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালতের বিচারক এ আদেশ দেন।
দুদক গত রোববার হাইকোর্টের জামিনের আদেশের উপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগেও আবেদনটি জমা দেয়।
আবেদনে বলা হয়, সেলিম খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এই মামলায় তার জামিন পাওয়ার অধিকার নেই।
সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান দুদকের পক্ষে যুক্তি উপস্থাপন করেন এবং সিনিয়র আইনজীবী মো. মমতাজ উদ্দিন ফকির আবেদনের শুনানির সময় সেলিম খানের পক্ষে উপস্থিত ছিলেন।
গত ১৪ সেপ্টেম্বর ৩৪ কোটি ৫৩ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সেলিম খানকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
তবে হাইকোর্ট সেলিম খানকে এই মামলায় ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
সেলিম খানের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ১ আগস্ট ঢাকা কার্যালয়ে মামলাটি করে দুদক।
Comments