মেঘনায় কোস্টগার্ডের অভিযান: ১৭ হাজার শাড়িসহ মেডিকেল সামগ্রী উদ্ধার

ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৭ হাজার ৮২৪টি ভারতীয় শাড়ি, ১৬৬টি থ্রি-পিস, ৬ হাজার ৪৪২টি মেডিকেল সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। যার মূল্য আনুমানিক ২২ কোটি টাকা বলে জানানো হয়েছে।
ছবি: সংগৃহীত

ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৭ হাজার ৮২৪টি ভারতীয় শাড়ি, ১৬৬টি থ্রি-পিস, ৬ হাজার ৪৪২টি মেডিকেল সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। যার মূল্য আনুমানিক ২২ কোটি টাকা বলে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টায় কোস্টগার্ডের ভোলা দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালিয়ে এফবি আবিদ নামে একটি মাছ ধরা ট্রলার থেকে এসব পণ্য জব্দ করে। 

আটক করা এসব পণ্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল।

কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার সদর এলাকার মেঘনা নদীর তুলাতুলি পয়েন্টে অভিযান চালিয়ে এফবি আবিদ নামের মাছ ধরার একটি ট্রলার থেকে ১৭ হাজার ৮২৪টি ভারতীয় শাড়ি, ১৬৬টি থ্রি-পিস, ৬ হাজার ৪৪২টি মেডিকেল সামগ্রী আটক করা হয়। যার আনুমানিক মূল্য ২১ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা সবাই পালিয়ে যায়। তবে, আটক করা পণ্যগুলো সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

 

Comments