জলদস্যুর আতঙ্কে মেঘনায় ঝাঁপ, ২ জেলের মৃত্যু

মেঘনায় ঝাঁপ দিয়ে মারা যাওয়া চরফ্যাসনের দুই জেলের বাড়িতে শোকের মাতম। ছবি: মনির উদ্দিন অনিক

জলদস্যুর আতঙ্কে নৌকা থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৪ জন মাঝি-মাল্লাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মারা যাওয়া জেলে মিজান ও রাব্বি সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের বাড়ি ভোলার চরফ্যাশনে।

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, শনিবার রাতের এই ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর অন্য জেলেদের সহায়তায় ৪ জনকে উদ্ধার করা হয়।

ওসি জানান, শনিবার রাতে চরফ্যাশনের বয়ার চর সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলেন মিজান মাঝির ট্রলারের ৬ মাঝি-মাল্লা। রাত ৯টার দিকে দূরে ট্রলার দেখে জলদস্যুর আক্রমণের আতঙ্কে তারা নদীতে ঝাঁপ দেন। ট্রলারটি চলে যাওয়ার পর মহিউদ্দিন, রাকিব, স্বপন ও আক্তার নামের ৪ জেলেকে উদ্ধার করা হয়। পরে ট্রলার মালিক মিজান ও তার ভাতিজা রাব্বির মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

আজ রোববার দুপুরে ময়না তদন্ত ছাড়াই দুই জনের মরদেহ চরফ্যাশনের ফকিরা গ্রামে দাফন করা হয়।

Comments

The Daily Star  | English

65pc of suicide victims among students are teens: survey

Teenagers (aged 13-19) made up 65.7% of 310 students who died by suicide in 2024, according to a survey by Aachol Foundation.

53m ago