এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের ২ ছাত্রীর চিৎকারে ছিনতাইকারী ধরল পুলিশ

আটক ছিনতাইকারী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের ২ শিক্ষার্থীর কাছ থেকে মুঠোফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশ।

আজ শনিবার সকালে নগরীর কোতোয়ালি থানার ফলমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী ছিনতাইকারীকে দৌড়ে ধরে ফেলেন।

পুলিশ সার্জেন্ট সাইফুল নগর পুলিশের উত্তর বিভাগে কর্মরত।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে হাঁটতে বেরিয়ে ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের ২ শিক্ষার্থী। তাদের গতিরোধ করে মোবাইল ছিনতাই করার সময় তারা চিৎকার দিলে আমি এগিয়ে যাই। তখন মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে জাপটে ছিনতাইকারীকে ধরে ফেলি।'

'পরে কোতোয়ালি থানার টহল টিমের কাছে ছিনতাইকারীকে হস্তান্তর করা হয়', বলেন তিনি।

পুলিশের তথ্যমতে, নগরীর ফলমন্ডি, চট্টগ্রাম রেলস্টেশন ও নিউমার্কেট এলাকায় ছিনতাইকারী ও মাদকসেবীদের উৎপাত অনেক। বিভিন্ন সময় পুলিশের অভিযান চললেও ছিনতাইকারীরা ভিন্ন ভিন্ন উপায়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ ছাড়া, পুলিশের বিভিন্ন অভিযানে রেয়াজউদ্দিন বাজার থেকে শত শত চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

Comments

The Daily Star  | English

Reform panels aim to ensure power balance

Police Reform Commission may recommend allowing police to use only non-lethal weapons in crowd control to prevent loss of lives

12h ago