পুলিশ পরিচয়ে মোটরসাইকেল কেড়ে নিয়ে পালানোর সময় প্রতারক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকায় পুলিশ পরিচয়ে মোটরসাইকেল কেড়ে নিয়ে পালানোর সময় এক প্রতারককে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ মঙ্গলবার দিবাগত রাতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মো. সোহেল পাটোয়ারী (৩৭) নামে ওই যুবককে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি তিনি রাজবাড়ী জেলায়। তার বাবার নাম নাজমুল পাটোয়ারী।

নরসিংদী ট্রাফিক বিভাগের সার্জেন্ট শোভন আহমেদ ডেইলি স্টারকে জানান, এদিন সদর উপজেলার সাহেপ্রতাব দুই নম্বর পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন তিনি।

'দুপুর পৌনে ৩টার দিকে তিন যুবক এসে আমাকে জানায়, তারা কালো রঙের পালসার মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন, সে সময় পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাদের থামতে বলেন এবং মোটরসাইকেল নিয়ে চলে যান। ব্যাজে তার নাম লেখা ছিল সোহেল,' বলেন শোভন আহমেদ।

তিনি আরও বলেন, 'সন্দেহ হওয়ায় আমি খোঁজ করি—এই নামে কোনো পুলিশ সদস্য আছেন কি না? ট্রাফিক বিভাগে এ রকম কেউ না থাকায় আমি মাধবদী, পচঁদোনা ও ভেলানগরে কর্মরত পুলিশ সদস্যদের বিষয়টি জানাই। সঙ্গে সঙ্গে মাধবদী ট্রাফিক সার্জেন্ট ইনচার্জ (টিএসআই) নইমুর রহমান ফোর্স নিয়ে অভিযানে নামেন এবং সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে মাধবদী থানায় নিয়ে যান।'

মোটরসাইকেলটির মালিক শাহীন। তাকে সঙ্গে নিয়ে থানায় যান সার্জেন্ট শোভন আহমেদ।

নজরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই যুবক ছিনতাইয়ের উদ্দেশে ঘটনাস্থলে এসেছিলেন। পুলিশের পোশাক পরে, নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তিনি ছিনতাই করতেন। এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।'

তিনি আরও বলেন, 'মোটরসাইকেলটি প্রকৃত মালিক শাহীনকে ফিরিয়ে দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Clashes halt services at National Institute of Opthalmology

There is no atmosphere to provide services at the hospital, said its director Prof Khayer Ahmed Chowdhury

46m ago