খিলগাঁওয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তর গোড়ান এলাকার বাসা থেকে মনি বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্বামী হায়দার ব্যাপারীকে আটক করেছে পুলিশ।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান মুন্সি জানান, মনি বেগম তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে খিলগাঁও উত্তর গোড়ানে ভাড়া বাসায় থাকতেন। নিহতের স্বামী হায়দার তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তার ছেলে।

এসআই জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহত মনি বেগমের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হুগলা গ্রামে।

Comments