নোয়াখালীতে অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে অস্ত্রসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় পাইপগান, ১টি এলজি, ৩টি মোবাইল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে ওই ৪ যুবককে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

গতকাল রাতে ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি র‌্যাব-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই দিন সন্ধ্যায় আরেকজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল জেলা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. রিশাত (২১), মো. শাহাদাত হোসেন (২৮), মো. ইউসুফ হোসেন মিলন (২৩) এবং মো.মারুফ হোসেন (২০)। 

র‌্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার ১নং আমানউল্লাহপুর ইউনিয়নের আমিন বাজারের সামনে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ৩টি মোবাইল ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।'

তিনি আরও বলেন, 'প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তাররা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কিছু মামলা আছে। এ ঘটনায় র‌্যাব-১১ বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে।'

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, 'গোপন সংবাদেরভিত্তিতে গতকাল বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় পাইপগানসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে আজ সকালে নেয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছ।'

Comments

The Daily Star  | English

Vandalism, arson spread

Houses of Awami League leaders were attacked and torched, and murals and busts of Bangabandhu Sheikh Mujibur Rahman were demolished and defaced in nearly two dozen districts yesterday.

7h ago