নোয়াখালীতে অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে অস্ত্রসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় পাইপগান, ১টি এলজি, ৩টি মোবাইল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে ওই ৪ যুবককে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

গতকাল রাতে ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি র‌্যাব-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই দিন সন্ধ্যায় আরেকজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল জেলা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. রিশাত (২১), মো. শাহাদাত হোসেন (২৮), মো. ইউসুফ হোসেন মিলন (২৩) এবং মো.মারুফ হোসেন (২০)। 

র‌্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার ১নং আমানউল্লাহপুর ইউনিয়নের আমিন বাজারের সামনে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ৩টি মোবাইল ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।'

তিনি আরও বলেন, 'প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তাররা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কিছু মামলা আছে। এ ঘটনায় র‌্যাব-১১ বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে।'

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, 'গোপন সংবাদেরভিত্তিতে গতকাল বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় পাইপগানসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে আজ সকালে নেয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছ।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago