জামালপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ১৫

উপজেলার বাউসী দক্ষিণপাড়া এলাকায় এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ২ পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে উপজেলার বাউসী দক্ষিণপাড়া এলাকায় এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ১৮ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছে আব্দুর রাজ্জাকের পরিবার।

লিখিত অভিযোগে বলা হয়, বাউসী দক্ষিণপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের (৫২) সঙ্গে একই গ্রামের মাহমুদ হাসান রুবেলের (৪৫) দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ রুবেল লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রাজ্জাকের বাড়িঘরে হামলা ও বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেন। এ সময় আব্দুর রাজ্জাক ও তার বোন রোজিনা বেগম বাধা দিলে রুবেল ও তার লোকজন তাদেরকে বেধড়ক মারধর করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাক, বেহুলা বেগম, দীপু, মাজেদা বেগম, দুলাল মিয়া, ওয়াজেদ আলী, নিরব, হাবিল, মজিবর ও শাহীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবীর বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'

অভিযুক্ত রুবেল বলেন, 'আমাদের ওপরই আগে হামলা করা হয়। আমাদের কয়েকজন লোককে আহত করেছে তারা।'

Comments

The Daily Star  | English

Dhaka cannot engage with non-state actors: foreign adviser

Md Touhid Hossain also emphasised that peace and stability in the region would remain elusive without a resolution to the Rohingya crisis

37m ago