কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে শিশুসহ গুলিবিদ্ধ ৪
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুর্বৃত্তদের হামলায় ১ শিশুসহ ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পালংখালী ইউনিয়নের ৮-পূর্ব রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকে এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।
আহতরা হলেন উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ সালাম (৩২), একই ব্লকের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ শফি (৬৩), বি-৫০ ব্লকের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ শরীফ (৫৫) ও বি-৫৫ ব্লকের ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ নাসের (১০)।
এপিবিএন জানিয়েছে, আহতদের মধ্যে মোহাম্মদ সালামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ফারুক আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেলে উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের একটি দোকানে কয়েকজন রোহিঙ্গা আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের খেলার মাঠ দিয়ে কালো মুখোশ পরা ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবেশ করে। তারা সাধারণ রোহিঙ্গাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের গুলিতে ১ শিশুসহ ৪ জন রোহিঙ্গা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এএসপি ফারুক বলেন, 'প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা দুষ্কৃতকারীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।'
Comments