সরিষাবাড়ীতে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ১০

তারাকান্দিতে বৃহস্পতিবার আ. লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলার পর পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা (জেএফসিএল) এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে সরিষাবাড়ী থানার এসআই আব্দুল মালেক বাদি হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০-৬৫ জনকে আসামি করে এ মামলা করেন।

এ ঘটনায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তারের স্বামী মোস্তাক হোসেন ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সদস্য মোফাজ্জল হোসেনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে যমুনা সার কারখানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। 

সংঘর্ষে ৩ পুলিশসহ উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হন।

ওসি মহব্বত কবীর বলেন, 'আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।'

 

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

46m ago