ঢাকা-পটুয়াখালীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার ৬, উদ্ধার ২০ লাখ টাকা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শনিবার সকালে ব্রিফিংয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, গতকাল সাভার থানাধীন কাউন্দিয়া, পটুয়াখালী সদর ও ঢাকা মহানগরের কাজলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ লাখ টাকা, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ৬ জন হলেন—সোহাগ মাঝি (২৮), মো. দেলোয়ার (২৬), মো. জয়নাল হোসেন (২৮), মো. সোহেল (২৭), মো. জনি (৩২) ও মো. আজিজ (৫৭)।
ডিবি জানায়, গত ১৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে ব্যবসায়ী কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দড়িগাঁও বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যাগে ৮৫ লাখ টাকা নিয়ে পিকআপ ভ্যানে আব্দুল্লাপুর সাউথ ইস্ট ব্যাংকের উদ্দেশে রওনা হন। পথে ১০ থেকে ১২ জন ভ্যান দাঁড় করায় এবং নিজেদের ডিবি সদস্য পরিচয় দেন। এরপর অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে মাইক্রোবাস ও মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনার পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ১৭০, ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪৬।
Comments