নারায়ণগঞ্জে মাদক চোরাকারবারির ছুরিকাঘাতে ২ সিপাহী আহত

একজনের অবস্থা আশঙ্কাজনক
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে ইয়াবাসহ আটক আসামিকে নিয়ে মাদক চোরাকারবারিকে ধরতে গিয়ে আহত হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের ২ সিপাহী।

বুক ও পেটে ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে তারা দুজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের ২৬ নম্বর ওয়ার্ডের ধামগড় সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সিপাহী শরীফ হোসেন ও নাসির উদ্দিন। শরীফ হোসেনের বুকে ও নাসির উদ্দিনের পেটে ছুরিকাঘাত করা হয়েছে।

ডিএনসি'র জেলা কার্যালয়ের পরিদর্শক আজিজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ থানার মধুগড় এলাকা থেকে আশিক নামের একজনকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে সঙ্গে নিয়ে মাদক চোরাকারবারিকে আটকের জন্য দুজন উপপরিদর্শকের নেতৃত্বে ধামগড় সোনাচড়া এলাকায় যায় ডিএনসির ৮ সদস্যের একটি টিম। ওই এলাকায় মাদক চোরাকারবারি হুমায়ূন কবির ঘরের দরজা খুলেই সামনে থাকা ডিএনসির ২ সিপাহীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত ২ সদস্যকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেকে ভর্তি করা হয়।'

'আহত সিপাহী শরীফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ছুরির ফলা তার বুক ভেদ করে ফুসফুসে গিয়ে আঘাত করেছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। তার অস্ত্রোপচার করা হবে', বলেন তিনি।

এ ঘটনায় আশিককে গ্রেপ্তার দেখিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আশিক ফতুল্লার পিলকুনি এলাকার দুলালের ছেলে।

তবে হামলাকারী মাদক চোরাকারবারি হুমায়ূন কবির পলাতক। তিনি ধামগড় সোনাচড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও খুনের মামলা রয়েছে বলেও জানান আজিজুল ইসলাম।

হুমায়ূন কবিরের বিরুদ্ধে বন্দর থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করা হবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

5h ago