আজকাল টাকায় নয়, ডলারে ঘুষ লেনদেন হয়: হাইকোর্ট

হাইকোর্ট বলেছেন, আজকাল টাকায় নয় ডলারে ঘুষ লেনদেন হয়।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

হাইকোর্ট বলেছেন, আজকাল টাকায় নয় ডলারে ঘুষ লেনদেন হয়।

এক রিট আবেদনের শুনানিকালে আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

কারাগারে কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে করা এ রিট আবেদন করা হয়েছিল। এ অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন কী করছে, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

সিলেটের বাসিন্দা জহিরুল ইসলাম কারারক্ষী পদে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি পাননি এবং জালিয়াতির মাধ্যমে তার পরিবর্তে আরেক জহুরুল ইসলামকে চাকরি দেওয়া হয়েছে দাবি করে এ আবেদন করা হয়।

জহিরুলের আইনজীবী খুরশীদ আলম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিট আবেদন সম্পর্কে বিস্তারিত বলতে পারেননি।

জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল-মাহমুদ বাশার দ্য ডেইলি স্টারকে বলেন, 'কারা মহাপরিদর্শকের কার্যালয় হাইকোর্টে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছে যেখানে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেটের কারাগারে প্রায় ২০০ কারারক্ষী চাকরি করছেন।'

'এর মধ্যে কারা মহাপরিদর্শকের কার্যালয় থেকে দেখা গেছে ৮৮ জনের নিয়োগে জালিয়াতি হয়েছে এবং ৩ জন অন্যের জায়গায় চাকরি করছেন,' বলেন তিনি।

আগামীকাল বুধবার রিট আবেদনের ওপর হাইকোর্ট পরবর্তী আদেশ দেবেন বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

9h ago