যশোরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
যশোরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সুমন হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ বুধবার ভোররাতে সদর উপজেলার নরসিংহ কাঠি থেকে তাকে আটক করা হয়।
যশোর কোতয়ালী থানার উপপরিদর্শক মহিউদ্দিন জানান, গতকাল দুপুরের দিকে শিশুটি আরেকটি শিশুর সঙ্গে সুমনের বাড়ির সামনে খেলছিল। সুমন শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় সুমন।
ভুক্তভোগী শিশুটির বাবা এ ঘটনায় থানায় মামলা করলে পুলিশ সুমনকে আজ তার এক আত্মীয় বাড়ি থেকে গ্রেপ্তার করে। বিকেলে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
Comments