ধর্ষণের পর শিশুকে হত্যা, বস্তার সূত্র ধরে যুবক গ্রেপ্তার

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

নিখোঁজের ৩ দিন পর চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় খাল থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে লক্ষ্মণ দাস (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় একটি মুদি দোকানের কর্মচারী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ জোন) নোবেল চাকমা এ তথ্য জানান।

তিনি বলেন, শিশুটি নগরীর একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত সোমবার চিপস কিনে বাড়ি ফিরছিল সে। পথে লক্ষ্মণ তাকে জোর করে নিয়ে মুদি দোকানের স্টোররুমে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করেন তিনি। এরপর দোকানের চিনির বস্তায় ভরে মরদেহ পাশের খালে ফেলে দেন।

ঘটনার ৩ দিন পর গতকাল শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল রাতেই পুলিশ লক্ষ্মণসহ সন্দেহভাজন কয়েকজনকে আটক করে।

অতিরিক্ত উপ-কমিশনার আরও বলেন, 'মরদেহ যে চিনির বস্তায় ভরে রাখা হয়েছিল তার নমুনা লক্ষ্মণের দোকানের চিনির বস্তার নমুনার সঙ্গে মিলে যায়। লক্ষ্মণ প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেননি। তবে তার দোকানের চিনির বস্তার সঙ্গে মরদেহের বস্তার সাদৃশ্য নিয়ে জিজ্ঞেস করলে এক পর্যায়ে তিনি ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।'

আজ শুক্রবার বিকেলে লক্ষ্মণকে চট্টগ্রাম আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।

 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago