হত্যা মামলার সন্দেহভাজন আসামিকে পিটিয়ে মারল উত্তেজিত গ্রামবাসী

পুলিশ জানিয়েছে, জমিজমা সংক্রান্ত বিবাদে ৫ বছর বয়সী শিশু বায়েজিদকে অপহরণ ও শ্বাসরোধে হত্যা করা হয়।
সিরিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গ্রামবাসীর পিটুনিতে নিহত হয়েছেন শিশু হত্যা মামলার সন্দেহভাজন আসামি।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা বাজারে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

গণপিটুনিতে নিহত ওই ব্যক্তির নাম সিরিকুল ইসলাম (৫০)। তিনি উপজেলার বালুখোলা গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিবাদে একই গ্রামের ৫ বছর বয়সী শিশু বায়েজিদকে অপহরণ ও শ্বাসরোধে হত্যা করা হয়। গত ১০ মে এ হত্যাকাণ্ডের এ ঘটনায় অনেককে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়।

সন্দেহভাজন হিসেবে পুলিশ সিরিকুল ইসলামকে আটক করে আদালতের মাধমে কারাগারে পাঠালে গত মাসে আদালত থেকে তিনি জামিন পান। এর পর থেকে তিনি উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় বসবাস করে আসছিলেন।

পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক দিবাকর অধিকারী (ইনস্পেক্টর তদন্ত) দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল সিরিকুল ঘোড়াবান্ধা হাটের একটি হোটেলে গেলে বালুখোলা গ্রামের উত্তেজিত কয়েক শ নারী-পুরুষ লাঠিসোটা নিয়ে তাকে ধরে ফেলে। পরে পিটিয়ে গুরুতর আহত করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'

এই ঘটনায় জড়িত গ্রামবাসীদের মধ্য থেকে পুলিশ এখন পর্যন্ত তিন জনকে আটক করেছে। এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে, বলেন জানান দিবাকর।

 

Comments