মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলবে: আপিল বিভাগ
বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার বিচার চালিয়ে যাওয়ার বিষয়ে হাইকোর্টের একটি রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ মঙ্গলবার আপিল বিভাগের এই রায়ের পর মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার চালিয়ে যেতে পারবেন নিম্ন আদালত।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মির্জা আব্বাসের আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
পূর্ণ রায় প্রকাশিত না হওয়ায় সর্বোচ্চ আদালত এই আপিল খারিজের আদেশ কেন দিয়েছেন তার বিশদ বিবরণ জানা যায়নি।
২০১৯ সালের ১১ নভেম্বর হাইকোর্ট এই মামলার কার্যক্রম বাতিলের জন্য মির্জা আব্বাসের আবেদন খারিজ করেন।
দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালে রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে অবৈধ সম্পদ অর্জন এবং তার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলাটি করে।
Comments