ঝিনাইদহে অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছরের কারাদণ্ড

জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনের উপস্থিতিতে আদালত এ আদেশ দেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মুয়াবিয়া হোসেন কোটচাঁদপুর উপজেলা পৌর এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পৌরসভার সলেমানপুর এলাকা থেকে জব্দ করা হয় একটি পাইপগান, ৬ রাউন্ড গুলি। 

এ ঘটনায় পুলিশ কোটচাঁদপুর থানায় একটি মামলা করে। তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলায় ২টি ধারায় সাজা হয়েছে। সাজা যুগপৎভাবে চলবে। এই মামলায় যদি সে আগে হাজতবাস করে থাকেন তাহলে সাজা থেকে সেই সময় বাদ যাবে।'

Comments

The Daily Star  | English

Khulna-Dhaka train service via Padma Bridge takes off

The new route via the Padma Bridge will cut travel time to just under four hours

24m ago