ইত্যাদি এবার দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঝিনাইদহে

ইত্যাদির উপস্থাপনায় হানিফ সংকেত। ছবি: হানিফ সংকেতের ভেরিফায়েড ফেসবুক পেজ
ইত্যাদির উপস্থাপনায় হানিফ সংকেত। ছবি: হানিফ সংকেতের ভেরিফায়েড ফেসবুক পেজ

চলতি মাসের শেষ শুক্রবারে, ৩০ মে রাত ৮টার বাংলা সংবাদর পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে 'ইত্যাদি'।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারের নতুন পর্ব ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার  ঝিনাইদহে। সে কারণে ঝিনাইদহ জুড়েই ছিল উৎসবের আমেজ।

তবে বৈরি আবহাওয়ার কারণে অনুষ্ঠান ধারণে কিছুটা সমস্যা দেখা দেয়। ঝড়-বৃষ্টির প্রতিকূল আবহাওয়া, রাতের অন্ধকার, কর্দমাক্ত রাস্তা পার হয়ে হাজারো দর্শক হাজির হন অনুষ্ঠানস্থলে, তাদের প্রিয় হানিফ সংকেতকে এক নজর দেখার জন্য।

এবারের অনুষ্ঠানে ঝিনাইদহের কিংবদন্তী লোককবি পাগলা কানাইয়ের কথা ও সুরে একটি লোক গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও তসিবা। গানটির সংগীত পরিচালনা করেছেন মেহেদী।

গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় কিশোর দাশের সুর ও সংগীত পরিচালনায় আর একটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিনাইদহের সন্তান কণ্ঠশিল্পী মনির খান।

এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই রয়েছে ঝিনাইদহকে নিয়ে ঝিনাইদহেরই শৈলকুপার সন্তান মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন মোহাম্মদ শাহিন ইসলাম, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত নিজেই।

প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে চার দর্শককে বেছে নেওয়া হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা ঝিনাইদহের ব্র্যান্ডিং পণ্য কলা ও পান নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন, যা ছিল বেশ উপভোগ্য।

এছাড়া রয়েছে কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। রয়েছে ঝিনাইদহের উপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। এশিয়ার অন্যতম বৃহৎ বীজ উৎপাদন খামার হিসাবে পরিচিত দত্তনগর কৃষি ফার্ম এবং ক'জন স্মরণীয়-বরণীয় কীর্তিমান ব্যক্তিত্বের উপর প্রতিবেদন।  

ইত্যাদির এই পর্বে যথারীতি থাকছে সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের ওপর বেশ কিছু নাট্যাংশ। পোস্টার নির্যাতন, দালালের দৌরাত্ম্য, স্বভাব সংস্কার, প্রবাদ-প্রবচনের পেছনের গল্প, ফেসবুকের সংবাদ সেবা, স্বাস্থ্য নিয়ে ব্যবসা, ঘরোয়া আলোচনায় পশু-পাখি প্রীতি, রাজনৈতিক দল গঠনের হিড়িকে নাম সংকট, দোষ খুঁজে দোষ ধরা, কথা শুনে অযথা ব্যথাসহ বেশ কয়েকটি নাট্যাংশ।

এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, আমিন আজাদ, আঞ্জুমান আরা শিরিন, রকি খান, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, মুকিত জাকারিয়া, জাহিদ শিকদার, আশরাফুল আলম সোহাগ, আনোয়ার শাহী, নজরুল ইসলাম, আনন্দ খালেদ, সুমন পাটোয়ারি, শাহেদ আলী, সুজাত শিমুল, তারিক স্বপন, আনোয়ারুল আলম সজল, সাইদুর রহমান পাভেল, বেলাল আহমেদ মুরাদ, মনজুর আলম, বিলু বড়ুয়া, মতিউর রহমান, রাজীব সালেহীন, সাদিয়া তানজিন, সাবরিনা নিসা, সুর্বনা মজুমদারসহ আরো অনেকে।

এছাড়া থাকছে ইত্যাদির নিয়মিত সব আয়োজন।

Comments

The Daily Star  | English

Fuel to Air India jet engines cut off moments before crash: probe

The Dreamliner was headed from Ahmedabad to London when it crashed, killing all but one of the 242 people on board as well as 19 people on the ground

2h ago