বেনাপোল চেকপোস্টে ৪ স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১
বেনাপোল চেকপোস্টে ৪টি স্বর্ণের বারসহ এক জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
আটক ইমাম হোসেন জীবন (২৪) শরীয়তপুর জেলার পালং থানার চাতানিকান্দি গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার দুপুরে চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান নেয়। পরে পাসপোর্টধারী যাত্রী ইমাম হোসেন জীবনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। তল্লাশি করা হলে তার কাছে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়।
আটক জীবনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Comments