ঝিকরগাছার বেংদা সীমান্তে ১৩ কেজি স্বর্ণের বারসহ আটক ১

জব্দকৃত স্বর্ণের বার। ছবি: সংগৃহীত

ভারতে পাচারের সময় যশোরের ঝিকরগাছা উপজেলার বেংদা সীমান্ত থেকে ১৩ কেজি ওজনের ১০৬ পিস স্বর্ণের বারসহ ১ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার দুপুরে ঝিকরগাছার বেংদা সীমান্ত এলাকার একটি মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক সাজু আহমেদ যশোরের চৌগাছা থানার কাবিলপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেংদা সীমান্ত দিয়ে বড় ধরনের একটি স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাজুকে আটক করেন। পরে তাকে তল্লাশি করে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।'

আটক স্বর্ণের আনুমানিক মূল্য ১২ কোটি ২২ লাখ টাকা বলে জানায় বিজিবি। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।

Comments

The Daily Star  | English
Social media

Instagram and Facebook face disruptions worldwide

Meta’s social media platforms, Facebook and Instagram, experienced significant outages on Wednesday night, affecting thousands of users globally.

4h ago