কাঁঠালবাগানে ‘মোবাইল নিয়ে দ্বন্দ্ব’, ছুরিকাঘাতে কিশোর নিহত
রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় ছুরিকাঘাতে শিপন (১৫) নামে এক কিশোর খুন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে কাঁঠালবাগান মসজিদ গলিতে ওই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন শিপনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
পুলিশের ধারণা মোবাইল নিয়ে বিরোধের জেরে তাকে খুন করা হয় থাকতে পারে। ওই ঘটনায় স্বাধীন নামে একজনকে আটক করা হয়েছে।
নিহত শিপনের বাবা মজিবর রহমান জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁ গ্রামে। বর্তমানে গ্রীনরোড স্টাফ কোয়ার্টারে থাকেন। শিপন ফ্রিজ মেরামতের কাজ করতো।
মজিবর রহমান আরো জানান, একই এলাকার স্বাধীনসহ আরো কয়েকজন কিশোর আছে। তারা মাদকাসক্ত। স্বাধীন শিপনকে কাঁঠালবাগান মসজিদ গলিতে ছুরিকাঘাত করেছে। পরে স্থানীয়রা প্রথমে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর শিপন মারা যায়। কেন শিপনকে ছুরিকাঘাত করেছে তা জানতে পারিনি।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাতে কলাবাগান কাঁঠালবাগান বাজার মসজিদ গলি এলাকায় স্বাধীন নামে এক কিশোর শিপনকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে শিপন মারা যায়। তবে কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখনো জানতে পারেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Comments