বগুড়ায় আ. লীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

মুর্তোজা কাওসার অভি । ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলা সদরে মুর্তোজা কাওসার অভি (৩২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত অভি শেরপুর উপজেলা সদরের খন্দকার পাড়া এলাকার বাসিন্দা।

শেরপুর পৌরসভা আওয়ামী লীগের সম্পাদক গোলাম হোসেন জানান, অভি শেরপুর পৌরসভার প্রস্তাবিত কমিটির একজন ছিলেন। এর আগে তিনি ওয়ার্ড পর্যায়ের যুবলীগ নেতা ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অভি তার মোটরসাইকেল ধোয়ার জন্য আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি গাড়ি/বাইক ওয়াশ সেন্টারে যান। এ সময় আনুমানিক ৫-৬ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে।

জীবন বাঁচাতে অভি ওয়াশ সেন্টারের পিছনে দৌঁড়ে যান। সেখানে হামলাকারীরা তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, 'আমরা এখনও মোটিভ খুঁজে পাইনি। তবে ইতোমধ্যে ৫-৬ জন হামলাকারীকে শনাক্ত করেছি। আমরা পরে বলতে পারব। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। নিহত অভির বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা ছিল।'  

এ ঘটনায় মামলা করা হচ্ছে এবং মরদেহ  ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

Comments