শ্রীপুরে আ. লীগ নেতার বাড়িতে হামলা, ৩ রাউন্ড গুলি উদ্ধার

‘এখনো বাসার সামনে ছয় রাউন্ড গুলি পড়ে আছে।’
শ্রীপুরে আ. লীগ নেতার বাড়িতে হামলা, ৩ রাউন্ড গুলি উদ্ধার
তার বাড়িতে গুলি ছোড়া হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার ভোররাত ৩টায় শ্রীপুর দক্ষিণ ভাংগনাটি গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহয়ান মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তিন রাউন্ড গুলি উদ্ধার করেছি। আজ সকালে ফোনে জানতে পারি, ঘটনাস্থলে আরও ছয় রাউন্ড গুলি পড়ে আছে। এ ঘটনায় কে বা কারা সম্পৃক্ত, তা এখনো জানা যায়নি।

নুরে আলম মোল্লা ডেইলি স্টারকে জানান, গতকাল রাত ১২টায় আক্তারুজ্জামান নামে একজন ফোন করে তাকে মেরে ফেলার হুমকি দেন। ভোররাত পৌনে ৩টার দিকে তিনি বাইরে শব্দ শুনতে পান। দুর্বৃত্তরা ভোররাত ৩টা থেকে গুলি শুরু করে। প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ে। পেট্রোল বোমা ছুড়ে বাসার বারান্দায় আগুন ধরিয়ে দেয়। এতে বারান্দার কিছু অংশ পুড়ে যায়।

'তারা দুইটা মোটরসাইকেলে করে এসে গুলি, হামলা ও পেট্রোল বোমা মেরে ভাঙচুর করে। তাদের সঙ্গে পিস্তল ও চাইনিজ কুড়াল ছিল। পরে আমি ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে গুলি উদ্ধার করে। এখনো বাসার সামনে ছয় রাউন্ড গুলি পড়ে আছে। এ ঘটনায় আমি মামলা করব', বলেন তিনি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আক্তার হোসেন ডেইলি স্টারকে বলেন, আগুন লাগার খবর পেয়েছিলাম। আমরা খবর পেয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে।

Comments