বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ যুবক আটক

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ভারতে পাচারকালে বেনাপোলের রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ সাকিব হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ)।

আজ মঙ্গলবার দুপুরে সীমান্তবর্তী রুদ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সাকিব ওই গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে।

যোগাযোগ করা হলে ২১, বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান জানান, রুদ্রপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। সাকিব নামে ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন ১ কেজি ২৩৩ গ্রাম।

আটকের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ওই যুবককে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

54m ago