উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ ৯ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যানসহ ৯ জনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।

নিষেধাজ্ঞার মধ্যে আছেন- উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, চেয়ারম্যান রাশিদুল হাসান, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, সহ-সভাপতি ও ট্রেজারি প্রধান মোহাম্মদ মাইনুদ্দিন, উত্তরা অ্যাপারেলসের পরিচালক মুজিবুর রহমান এবং কর্মচারী অনিল চন্দ্র দাস।

এর আগে, আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ও তদন্ত টিমের প্রধান আহসানুল কবির পলাশ তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার আবেদন করেন। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত চলছে। তাই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে তাদের দেশ ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

শুনানি শেষে দুদককে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে বিশেষ শাখা (ইমিগ্রেশন) প্রধানের কাছে আদেশপত্র পাঠানোর নির্দেশ দেন বিচারক। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিযুক্ত দুদকের এক কর্মকর্তা এ তথ্য জানান।

চলতি বছরের ২৩ জুন আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে এসএম শামসুল আরেফিনকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

অডিট ফার্মের তদন্তে উদঘাটিত অনিয়মের জন্য কেন্দ্রীয় ব্যাংক এনবিএফআইকে আরেফিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেয়।

Comments

The Daily Star  | English

Ship from Karachi port: What was in the cargo?

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

8h ago