ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেরোবি শিক্ষার্থী গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ভোররাতে ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুজন চন্দ্র পাল ওই গ্রামের চামতকার চন্দ্র পালের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্সের শিক্ষার্থী।

ধর্ম অবমাননার অভিযোগে গত শনিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানায় সুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. কামরুজ্জামান।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার রাতে সুজন তার ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দিলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে খুঁজতে শুরু করে।'

সুজনকে গ্রেপ্তারের পর ক্যাম্পাসে উত্তেজনা প্রশমিত হয়েছে বলে জানান ওসি।

পুলিশ জানায়, সুজনকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

Comments