ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি, এক ডাকাতের মৃত্যু, ২ যাত্রী আহত

পুলিশ-বিএনপি সংঘর্ষ,
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাত সদস্যের মৃত্যু এবং ডাকাতের ছুরিকাঘাতে ২ যাত্রী আহত হয়েছেন। 

গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের শ্রীনগর উপজেলার কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঢাকার রায়েরবাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ ইমাম হোসেন।

পুলিশ জানায়, মৃত ব্যক্তি ডাকাত দলের সক্রিয় সদস্য। তার নাম আব্দুল মালেক ওরফে আব্দুল আলীম। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিণাপাল এলাকায়। তার বিরুদ্ধে ঢাকা, গাজীপুর ও পটুয়াখালীতে ৪টি ডাকাতির মামলা ছিল।

স্থানীয়রা জানান, রোববার মধ্যরাত থেকেই বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলছিল। মহাসড়কের কেওয়াটখালী এলাকা নীরব থাকায় সেখানে সক্রিয় একটি ডাকাত দল সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারে ডাকাতি করছিল। ডাকাতির সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ আসার খবরে ডাকাতরা পালানোর সময় সেই দলের এক সদস্য অজ্ঞান হয়ে রেল সড়কের পাশে পড়ে থাকেন।

ডাকাতির ঘটনায় আহত হৃদয় দ্য ডেইলি স্টারকে জানান, তারা ৭ বন্ধু রাজধানীর রায়েরবাগ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে মাওয়ায় ঘুরতে যান। বাড়ি ফেরার পথে রাত ৩টার দিকে কেওয়াটখালী এলাকায় আসলে ৬-৭ জনের একটি ডাকাত দল তাদের অটোরিকশাটি আটক করে। ডাকাতরা মারধর করে তাদের মোবাইল ফোন ও টাকা-পয়সা সব ছিনিয়ে নেয়। এসময় তিনিসহ তার বন্ধু ইমাম হোসেন আহত হন।

আহত ইমাম হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ডাকাতরা রামদা দিয়ে আমার হাতের কব্জি লক্ষ্য করে কোপ দেয়। আমি হাত সরিয়ে নিলে আঙ্গুলের মধ্যে কোপ লাগে। তারা আমাদের অটোরিকশাটি থামিয়ে রেখে আরও একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারে ডাকাতি করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।'

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. মারুফা ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ভোর সাড়ে ৪টার দিকে ৩ জনকে আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। শুনেছি এদের মধ্যে ২ তরুণ ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। সম্ভবত হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করতে পারেন। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর বলা যাবে।'

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'একটি ধারালো দাসহ ওই ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পিবিআইয়ের সহযোগিতায় মৃত ডাকাতের হাতের ছাপ নির্ণয় করে পরিচয় জানা যায়। তার নাম আব্দুল মালেক। তার মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।'

Comments

The Daily Star  | English

As trade dries up, stock exchanges turn to FDRs for survival

The country’s two stock exchanges logged operating losses in the last fiscal year thanks to sluggish trading activities, according to official data, compelling the markets to resort to their fixed deposit income to avoid a net loss.

13h ago