পটুয়াখালী

অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, কর্মচারীদের বেঁধে টাকা লুট

শিবু বণিক

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ এবং তার দোকানের কর্মচারীদেরকে বেঁধে পাঁচ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী শিবু বণিক চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। রাতে বেচা-কেনার হিসাব বুঝে নিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। একপর্যায়ে রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জন মুখোশধারী দুর্বৃত্ত দোকানে ঢুকে অস্ত্রের মুখে শিবু বণিকসহ দুই কর্মচারী শংকর (৩৪) ও তাপসকে (৩৫) বেঁধে ফেলে। তারা দোকানের ক্যাশ বাক্সে থাকা পাঁচ লাখের বেশি টাকা লুট করে নেয়।

পরে সন্ত্রাসীরা শিবু বণিককে বেঁধে ট্রলারে তুলে নিয়ে যায়।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, 'অপহরণের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিবু বণিককে উদ্ধারে অভিযান চলছে।'

Comments

The Daily Star  | English

3 die of dengue as daily hospitalisations hit record high this year

Nearly 500 patients admitted in 24 hours as total cases rise to 12,763

2h ago