শ্যামনগরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সাতক্ষীরার শ্যামনগরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর ২টার দিকে তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের মৃত বরকত উল্লার ছেলে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস. এম মহসিন উল মুলক (৬৯), একই ইউনিয়নের শ্রীফলকাটির মৃত মান্দার মোল্লার ছেলে কুদ্দুস গাজী (৭২), মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত নাসির উদ্দিনের ছেলে জি.এম মহিউদ্দিন (৬৯) ও একই ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত জোহর আলী গাজীর ছেলে মো. ফজর আলী গাজী (৭১)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল থেকে ১০ জনের নামে থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয় থানায়। তাদের মধ্যে দুপুরের দিকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার তাদেরকে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে হাজির করা হবে বলে জানান তিনি।

২০০৯ সালের ২৬ আগস্ট ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছিলেন চন্দনা রাণী মণ্ডল।

মামলায় তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালের ৫ অক্টোবর তার বাবা, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশ্ববর্তী চুনো নদীর পাড়ে নৃশংসভাবে নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয়। এরপর তাকে ধরে নিয়ে বাবার মরদেহের ওপর শুইয়ে দেওয়া হয়েছিল।

বাবা শহীদ সুরেন্দ্রনাথ মণ্ডলের হত্যাকারীদের বিচারের জন্য ২০০৯ সালের ২৬ আগস্ট ১১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন তিনি। পরে মামলাটি আন্তুর্জাতিক অপরাধ দমন ট্রাইবুন্যাল গ্রহণ করে। ইতোমধ্যে ওই মামলার একজন আসামি, মুন্সিগঞ্জ গ্যারেজ মোড় এলাকার মুনসুর সরদার মারা গেছেন। 

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

5h ago