চাকরি ফেরত পাচ্ছেন না সেই ৮৫ নির্বাচন কর্মকর্তা

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা তাদের চাকরি ফিরে পাবেন না।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা তাদের চাকরি ফিরে পাবেন না।

রাজনৈতিক বিবেচনায় তাদের নিয়োগ দেওয়া হয়েছিল উল্লেখ করে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন নির্বাচন কমিশন তাদের বরখাস্ত করে।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ বিষয়ে একটি ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করেছে। ওই রায়ে ইসিকে ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছিল।

ট্রাইব্যুনালের রায় চ্যালেঞ্জ করে সরকারের করা আপিলের পর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৬ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন।ৎ

বেঞ্চের অন্য ৫ সদস্যরা হলেন বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

তবে, সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

২০১০ সালের ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল এক রায়ে ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহাল করতে ইসিকে নির্দেশ দেয়।

Comments